Wednesday 8 June 2016

        ষাটগম্বুজ মসজিদ বাগেরহাট  



ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ বাংলাদেশে নির্মিত প্রাচীন আমলের মসজিদগুলোর মধ্যে সর্ববৃহৎ। দেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত প্রাচীন এ মসজিদটিকে ১৯৮৩ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য (World Heritage Sites) হিসেবে মর্যাদা দেয়। মসজিদটি বাগেরহাট শহরকে বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী শহরের মধ্যে স্থান করে দিয়েছে। তাই সুযোগ পেলে আপনিও ঘুরে আসতে পারেন।

 যাবেন কীভাবে >>>


খুলনা শহর থেকে বাসযোগে ষাটগম্বুজের দূরত্ব খুব বেশি নয়। ৪০ থেকে বড়জোর ৫০ মিনিটের পথ। ঢাকা থেকে সরাসরি বাগেরহাট যাওয়া যায় প্রচলিত সব বাহনেই। এছাড়া বাংলাদেশের যেকোনো স্থান থেকে খুলনা হয়ে  ষাটগম্বুজ মসজিদ যাওয়া যায়। প্রতিদিন এখানে দেশি-বিদেশি পর্যটক আসেন মসজিদটি দেখতে।